top of page

কৈফিয়ত

  • Writer: Abhijit Chakraborty
    Abhijit Chakraborty
  • Feb 18, 2020
  • 1 min read

Updated: Mar 26, 2020


অনেকদিন গা গরম করার ঘটনা শুনিনি, রাজপথ রুদ্ধ করে কৈফিয়ত চাইনি।

আদালতের ন্যায় বিচার রাজধর্মে মগ্ন,

কাঁটাতার সাজিয়ে দেশ আবার করে নগ্ন। খবরের কাগুজে বাঘ শীত ঘুমে মশগুল, হিসাবের খাতা আজ ফুঁলে ফেপে চারগুন। রাজার ত্বকের উজ্জ্বলতা ধাঁধিয়ে দেয় চোখ, প্রতিশ্রুতির জোয়ারে ভাসা হাজার বোবা মুখ। বুদ্ধিজীবি সন্ধ্যাসরে শোনে ধর্মের পাঁচালি গরুর দুধে চোনার বদলে সোনার কূট-কাঁচালি। মধ্যপন্থী আদর্শবাদী পথ খোঁজে বুকে হেঁটে, রাজরোষ মুক্ত সন্তান থাকে দুধে ভাতে। স্বপ্ন সন্ধানী জাদুকর মন্ত্র গেছে ভুলে, আগামী দিনের ভোর থমকে আছে শূলে। অনেকদিন বিদ্রোহের দামামা শুনিনি, রক্তে ভেজা সাধারণ সৈনিকের আস্ফালন দেখিনি।


অনেকদিন গা গরম করার ঘটনা শুনিনি,

রাজপথ রুদ্ধ করে কৈফিয়ত চাইনি।

Comments


©2020 by Hizibizi Online

bottom of page