অচ্ছেদ্য় বন্ধন
- Abhijit Chakraborty
- Apr 8, 2020
- 1 min read

প্রথম আলাপ তা প্রায় বছর তিরিশ আগে নিজের অজান্তে জড়িয়ে গেলাম বাঙরিপোশির ঘাটে। আলাপ থেকে বন্ধু হলি ভালোবাসার পাঠ শেখালি
বাবার দিনে ফুল ছড়ালি মায়ের রাতে ভেসে কাঁদলি। পূর্বরাগ, জমাট মেঘ বাড়ছে বয়স, বাড়ছে রেশ সুখের দিন তুই ছাড়া
ভাবতে নারাজ, অবশেষ।
অভিনয় সূলভ ব্যস্ত জীবন,
আকাশপথ আর দূরভাষ
তোর সাথে দেখা হবার নেই কোনো
সুনিশ্চিত আশ্বাস।

চালশে রাতের মধ্যযুগীয় ভ্রকুটি
প্রেমের পরশ - চাতকের আশা
তাও তুই স্বপ্ন দেখাস
বিলম্বিত মেঘমল্লার আস্কারা।
তোর কাছে অনেক ঋণ
অবসরে মুক্ত করব নিজেকে
অঝোরে ভিজবো তোর সাথে
কোনো এক প্রান্তিক জনপদে।
Comentarios