আঙ্গুল ছোঁয়া অভিমান
- Abhijit Chakraborty
- Apr 8, 2020
- 1 min read

শিশির ভেজা সবুজ ঘাস সাক্ষী আজ - আঙ্গুল ছোঁয়া অভিমান খোঁজে ঘর সম্পর্কের চাপান ওতোর। ধূসর কালো থমকানো মেঘ সাক্ষী আজ - বলতে না পারা মনের উদাসী খবর ঢুকে যায় কালের কবরে। পথ হারানো তারার সাঁজোয়া সাক্ষী আজ - দুমড়ানো চুমড়ানো নাবিকের মাস্তুল বিধ্বস্ত হৃদয়ে ও আস্থায় অটুল। শেষ প্রহরের নিথর চাঁদ সাক্ষী আজ - অনুরাগে অনুযোগে ক্লান্ত অধরা প্রেম পালিয়ে বেড়ায় ধরিয়ে কলম। সময় আমার, সময় তোমার মেলাবে হাত , ভাঙবে অভিমান নিজেদের কে খুঁজে পাবো অনুরোধের সুরে হয়তো বা কয়েক আলোকবর্ষ দূরে - সাক্ষী থাক ভবিষ্যৎ।
Comments