কথোপকথন #২
- Abhijit Chakraborty
- Dec 16, 2023
- 1 min read

মুখোশে ঢাকা রাষ্ট্রনেতা শান্তির পতাকা তুলছে
অথচ মানুষ মরার সংখ্যা কমছে না।
কেউ কোনো দিন জানবে কি
কেন ভরে ওঠে লাশের উপত্যকা?
গুপ্তচর আর প্রতিহিংসার আগুন দিয়ে সাজিয়ে তোলা
এ আমার দেশ,
ছিনিয়ে নিতে চাই অবিভক্ত স্বদেশ
ধর্ম, রাজনীতি মিলেমিশে একসার
সোচ্চার ইহুদি আরো একবার।
মৃত্যু উপত্যকা সাজিয়ে তোলা এ আমার অধিকার,
পশ্চিম আমাকে দিচ্ছে নিশ্চিন্ত অহঙ্কার,
কাউকে পরোয়া না করা আমার বিশ্বাস
ফেলতে দেব না কাউকে স্বস্তির নিশ্বাস।
পৃথিবীর হৃদস্পন্দন আমার তালুতে,
নিশ্চিহ্ন করবো সময়ের সাথে,
আজকে যে স্বাধীন, কাল হবে সে আমার পরাধীন
আমি হবো অপরাজেয় ,
এটাই আমার অস্তিত্ব রক্ষার আস্ফালন।
সাঁজোয়া একরোখা রাষ্ট্রনীতি
ভবিষ্যতের সংযুক্ত পরিকল্পনায় টানে ইতি,
আরো একবার পৃথিবী কাঁদবে
স্বজন হারানোর মূক বধিরতায়,
শান্তি ফিরে আসার অলীক আশায়!
Comments