top of page

প্রশ্ন

  • Writer: Abhijit Chakraborty
    Abhijit Chakraborty
  • Mar 31, 2020
  • 1 min read

অনেকদিন, রাতের আকাশে তারা গোনার স্বপ্ন দেখা হয় নি অনেকদিন, ধোঁয়া ওঠা কফির মন্তাজে বারুদের গন্ধ পাওয়া যায় নি


অনেকদিন, নিটোল নাভি আর দীঘল চোখের ক্যানভাসে রঙ দেওয়া হয় নি অনেকদিন, বাজারি ব্যস্ততার কোলাহলে ধার করা বন্ধুত্ব প্রশ্রয় পায় নি অনেকদিন, ক্লান্ত অবসন্ন ধূসর বিকেল সবুজ অতীতের স্পর্শ অনুভব করে নি দায়বদ্ধতার কফিনে মোড়া জীবন্ত লাশ প্রশ্ন করেছিল ভালো থাকার অভ্যেস কে অনেকদিন।

Comentários


©2020 by Hizibizi Online

bottom of page